ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পদ্মার ভাঙ্গনে দিশেহারা ফরিদপুরের হাজারো মানুষ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৩০ আগস্ট ২০১৮

পদ্মার তীব্র ভাঙ্গনে দিশেহারা ফরিদপুরের চরভদ্রাসনের নদীপারের হাজারো মানুষ। কয়েকদিনের ব্যবধানেই নদীগর্ভে বিলীন রাস্তা-ঘাট, বসতবাড়ি, স্কুলসহ বেশকিছু স্থাপনা। ভাঙ্গন ঠেকাতে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না।

পদ্মার করাল গ্রাসে বিলীন চরভদ্রাসনের সদর ইউনিয়নের তিন গ্রামের কয়েকশ বাড়িঘর। ভিটে হারিয়ে খোলা আকাশের নিচেই এসব মানুষের আশ্রয়।

যোগাযোগের একমাত্র সড়কটির ১শ’ মিটার ভেঙ্গে যাওয়ায় সদর থেকে বিচ্ছিন্ন চরবাসী। নদীগর্ভে চলে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমিও।

ভাঙ্গনরোধে কর্তৃপক্ষের নীরবতায় ক্ষুব্ধ ভাঙ্গনকবলিতরা।

এদিকে, ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

শুধু আশ্বাস নয়, চরভদ্রাসনের অস্তিত্ব টিকিয়ে রাখতে স্থায়ীভাবে বাধ নির্মাণের দাবি স্থানীয়দের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি