ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

পপির স্বপ্ন পূরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২৮ এপ্রিল ২০১৮

ঢালিউডের এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। চলচ্চিত্রে দুই দশকের ক্যারিয়ার তার। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নায়িকা। তার সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেও তিনি এখনও নায়িকা হিসেবে গ্ল্যামার ধরে রেখেছেন। নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন সিনেমায়।

চলচ্চিত্রে ২০ বছরের ক্যারিয়ার নিয়ে পপি বলেন, ‘আমার মধ্যে না পাওয়ার কোনো আক্ষেপ নেই। চলচ্চিত্র অনেক কিছুই দিয়েছে আমাকে। সবচেয়ে বেশি দিয়েছে দর্শকদের ভালোবাসা। তাদের এত ভালোবাসা পাওয়ার পর, না পাওয়ার আক্ষেপ থাকার কথা নয়। তবে খারাপ লাগা আছে। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন একটা সময় কত বর্ণিল ছিল! এখন সেটা নেই। এ খারাপ লাগা নিয়েই এখন রয়েছি।’

সম্প্রতি একটি সিনেমায় শরৎচন্দ্রের পার্বতী চরিত্রে অভিনয় করছেন পপি। নতুন এই সিনেমা নিয়ে পপি বলেন, ‘নতুন এই সিনেমাটির নাম ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস ‘দেবদাস’-এর বিখ্যাত চরিত্র পার্বতী। এটি আমার কাছে স্বপ্নের চরিত্র। শুধু আমার নয়, সব অভিনেত্রীর কাছেই এটি একটি স্বপ্নের চরিত্র। এমন চরিত্রে কাজের জন্য আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়। অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে। পার্বতী চরিত্রটির জন্য নিজেকে যতটা প্রস্তুত করা দরকার তার সবটুকুই করেছি। চিত্রনাট্যের প্রতি অধিক মনোযোগ দিয়েছি, বারবার চিত্রনাট্য পড়ছি। এ সময়টা অন্য কোনো দিকে মনোযোগ দেয়নি। পার্বতীকে নিজের মধ্যে ধারণ করছি।’

বর্তমানে আরও তিনটি সিনেমাতে কাজ করছেন নায়িকা। এরমধ্যে রয়েছে ‘যুদ্ধশিশু’, ‘টার্ন’ ও ‘সাহসী যোদ্ধা’।

নিজের পছন্দের চরিত্র নিয়ে পপি বলেন, ‘প্রত্যেক সিনেমাতে গল্পের চরিত্র নিজের মধ্যে ধারণ করতে বেশি পছন্দ করি। তবে গ্ল্যামার এবং ননগ্ল্যামার দুটিই আমার কাছে ভালো লাগে। গল্প যা ডিমান্ড করে তাই করি। ক্যারিয়ারের শুরু থেকেই আমি সিনেমার গল্প এবং চরিত্র বাছাইয়ের দিকে মনোযোগী ছিলাম। এখনও রয়েছি। দুই ধরনের চরিত্রের কাজেই আলাদা মজা রয়েছে। চরিত্রানুযায়ী নিজেকে ভাঙতে আমার ভালো লাগে। আমি শুধু গ্ল্যামার জগতের নায়িকা হিসেবে নয়, দর্শকদের কাছে পারফেক্ট অভিনেত্রী হয়ে বেঁচে থাকতে চাই।’

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি