ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ (২৯ রমজান) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে এবং চাঁদের সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।

সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক কারণে— খালি চোখে, টেলিস্কোপে বা অন্য কোনো উপায়ে ওইদিন শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়। ফলে যেসব দেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবারের রমজান ৩০ দিনে পূর্ণ হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ ইসলামিক দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ।
চাঁদের অবস্থান কী বলছে?

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ মার্চ বেশিরভাগ আরব ও মুসলিম দেশ শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখার চেষ্টা করবে। তবে পৃথিবীর পূর্বাঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। টেলিস্কোপসহ আধুনিক পর্যবেক্ষণ যন্ত্র ব্যবহার করেও আরব ও ইসলামিক বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা যাবে না।

তবে আমেরিকা মহাদেশের মধ্য ও উত্তর অংশে শুধুমাত্র টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব অংশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো বাদে খালি চোখে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আরব দেশগুলোতে চাঁদের অস্ত যাওয়ার সময়-

সংস্থাটি জানিয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ২৯ মার্চ সূর্যাস্তের ছয় মিনিট আগে চাঁদ অস্ত যাবে। ফলে সেখানে চাঁদ দেখার কোনো সুযোগ নেই।

ওমানের মাসকাট: চাঁদ সূর্যাস্তের ৫ মিনিট পর অস্ত যাবে, বয়স থাকবে ১ ঘণ্টা ৪৮ মিনিট, সূর্য থেকে দূরত্ব মাত্র ১.৫ ডিগ্রি।

সৌদির মক্কা: চাঁদ সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে, বয়স হবে ৩ ঘণ্টা ২৮ মিনিট, দূরত্ব ২.২ ডিগ্রি।

জর্ডান ও ফিলিস্তিন: সূর্যাস্তের ১১ মিনিট পর চাঁদ অস্ত যাবে, বয়স হবে ৩ ঘণ্টা ৫৫ মিনিট, সূর্য থেকে দূরত্ব ২.৩ ডিগ্রি।

এক ফরাসি জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন, সূর্য থেকে চাঁদের দূরত্ব ৭ ডিগ্রির কম হলে খালি চোখে বা টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা প্রায় অসম্ভব। তার এই মতকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানী মহলও সমর্থন করেছে।

এ কারণে এবছর চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালনের দেশগুলোতে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি