ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পবিত্র শব-ই-বরাত ৯ এপ্রিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২৫ মার্চ ২০২০ | আপডেট: ২২:১৩, ২৫ মার্চ ২০২০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত পালিত হবে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। এদিন রাতে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য বৃহস্পতিবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী শুক্রবার থেকে শাবান মাস গণনা শুরু হবে।

এদিকে, শাবান মাসের ১৪ তম দিবাগত রাত (১৫তম রাতে) শব-ই-বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতই শব-ই-বরাত পালিত হবে। পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

শব-ই-বরাতের পরের দিন অর্থাৎ ১০ এপ্রিল বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। যদিও দিনটি শুক্রবার হওয়ায় এমনিতেই সপ্তাহিক ছুটি।

অন্যদিকে, শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি