ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ২৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

আগামী ১৮ ফেব্রুয়ারি রাতে দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলাদেশের আকাশে সোমবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।

এই হিসাবে আগামী ২৪ জানুয়ারি পবিত্র রজব মাস গণনা শুরু এবং আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

প্রতি বছর ২৬ রজব রাতে মুসলমানরা শব-ই-মেরাজ পালন করেন। যেদিন নবী মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক বিশেষ পরিভ্রমণ করেন।

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি