ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পবিপ্রবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫, ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি ও সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল ২০১১-১২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ২০১৭-১৮ সেশনের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী। 

এ ব্যাপারে জাহিদুল ইসলাম রাতুল বলেন, "কেন্দ্রীয় নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা করবো।

সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সোহেল রানা জনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য সর্বদা চেষ্টা করবো এবং ক্যাম্পাসে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য সকলের সাথে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি