ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পবিপ্রবিতে ফের শিক্ষক লাঞ্ছিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আবারও শিক্ষক লাঞ্ছণার ঘটনা ঘটেছে। ইতোপূর্বে শিক্ষকদের লাঞ্ছিত করার মূলহোতা বিশ্ববিদ্যালয়ের পিওটু প্রোভিসি মো: সামসুল হক ওরফে রাসেলের বিরুদ্ধে পের শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় পবিপ্রবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্ধারিত কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে উক্ত ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নিকট লিখিত অভিযোগে সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, অভিযুক্ত রাসেল শনিবার ডাইনিংয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং উপস্থিত অন্য শিক্ষকদের সামনেই আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরবর্তীতে সে আমাকে জীবননাশের হুমকিও দেয়।

অভিযুক্ত রাসেল উপস্থিত শিক্ষকদের উপেক্ষা করে তাকে আঘাত করে বলে তিনি অভিযোগ করেন। 

ঘটনার বিষয়ে অভিযুক্ত সামসুল হক ওরফে রাসেল বলেন, শেখ তানজিলা দোলার সাথে নজরুলের বিভাগীয় বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়। দোলা আমার আত্মীয় হওয়ায় আমি নজরুলকে তাঁর সাথে কোনো ঝামেলা না করার জন্য অনুরোধ করি। পরবর্তীতে এই বিষয়ে তাঁর সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয়। তবে মারামারির বিষয়টি অস্বীকার করেন তিনি। 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, ঘটনা পরবর্তী ভুক্তভোগী শিক্ষক মুঠোফোনে বিষয়টি অবগত করেছেন। রোববার শিক্ষক সমিতির সাধারণ সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ইতিপূর্বেও অভিযুক্ত মো: সামসুল হক ওরফে রাসেল সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও মাসে ৪৫ দিনের বেতন নেওয়া, নিয়মিতভাবে অফিস না করাসহ নানা বিতর্কে বিতর্কিত তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি