ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৩, ৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন বিএনপিপন্থি শিক্ষক  সাদাদলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন। 

রোববার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক মো. আবদুল লতিফের পরিবর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। 

এ পদে দায়িত্ব পালন সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। এ দায়িত্ব পালনসূত্রে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন তিনি। 

একই সাথে অধ্যাপক মো. আবদুল লতিফকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে বলে ওই আদেশে জানানো হয়।

নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, "আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও প্রশাসনিক গতিশীলতা অর্জনের পাশাপাশি বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। একইসাথে পবিপ্রবিকে সেন্টার অফ এক্সিলেন্স তৈরির কাজে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের হাতকে শক্তিশালী করব।"

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি