ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ৬ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

সোমবার (৫ আগস্ট) বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

এই অফিস আদেশে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এতদিন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুকে। তাছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারকে প্রাক্তন রেজিস্ট্রারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “প্রথমেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, বিশ্ববিদ্যালয়ের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকে, আশা রাখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই এ দায়িত্বপালনে আমাকে সহযোগিতা করবে।”

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের জেরে তাকে সরিয়ে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি