ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব টিলারসনই দিবেন: স্যান্ডার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১ ডিসেম্বর ২০১৭

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনই থাকবেন। তাকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই কূটনীতিকই ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে যাবেন’।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, টিলারসনকে সরানোর খবর সত্য নয়। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার খবর প্রকাশ পায়। বিভিন্ন পররাষ্ট্র নীতি নিয়ে, বিশেষ করে উত্তর কোরিয়া বিষয়ে ট্রাম্পের সাখে টিলারসনের মতবিরোধের জেরে এ পরিবর্তন আনা হতে পারে বলে ওইসব প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়।

সর্বপ্রথম নিউ ইয়র্ক টাইমস ও ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন এর খবরে বলা হয়, হোয়াইট হাউজ কয়েক সপ্তাহের মধ্যেই টিলারসনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে তার স্থলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পিও কে বসানোর পরিকল্পনা করেছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি