ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শংকরের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ২০ জানুয়ারি ২০২৪

চলমান ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (টুইটার) দেওয়া বার্তায় এস জয়শংকর জানান, বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় টুইটে তিনি ড. হাছান মাহমুদকে অভিনন্দনও জানান।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং খুব শিগগিরই দিল্লিতে দুই মন্ত্রীর বৈঠকের জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ১৯তম ন্যাম ও তৃতীয় সাউথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ এ মুহিত মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন। 

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি