ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পরাজিত ফ্যাসিবাদী শক্তি প্রচুর গুজব রটাচ্ছে: উপদেষ্টা নাহিদ

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১২ অক্টোবর ২০২৪

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারত বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশে চলছে উগ্রবাদ। অথচ তাদের দেশেই উগ্রবাদ বাড়ছে সে সম্পর্কে কিছু বলেনা। ভারতের এ ধরনের অপপ্রচার বেশ কিছুদিন ধরে তারা চালাচ্ছে। 

আজ শনিবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতীষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তি রাজপথে পরাজিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচুর গুজব রটাচ্ছে। ফেক আইডি দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তারা অনলাইনে তাদের শক্তি প্রদর্শন করছে। তাদের এসব মিথ্যা তথ্য ও গুজবে জনগণকে বিশ্বাস না করার আহবান জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি রংপুর দেশের মধ্যে সবচেয়ে অবহেলিত হয়ে আছে। রংপুরকে স্বল্প পরিমাণ বাজেট দেয়া হয়, আর ৩ গুন বাজেট দেয়া হয় গোপালগজ্ঞে। এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা মূলত লড়াই করেছিলাম। রংপুরের প্রতি অবহেলা বৈষম্য অবশ্যই দূর করবো।

তিনি বলেন, আমরা অন্তবর্তীকালীন সরকার কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করিনা। বাংলাদেশের সম্মান মানমর্যাদা অক্ষুন্ন রেখে সমতার ভিত্তিতে যে কোন দেশের সাথে সম্পর্ক করবো। দেশের আইন শৃঙখলাসহ জরুরি কিছু ইস্যু আছে তা সমাধান করার চেষ্টা করছি।

বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। আবু সাইদের বিশ্ববিদ্যালয় কখনই অবহেলিত থাকবেনা অবশ্যই তারা অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

নাহিদ ইসলাম আরও বলেন আমাদের সহযোদ্ধা শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তিনি লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ভোগ করছি।

তিনি বলেন, আমাদের অবশ্যই সত্যতা তুলে ধরতে হবে। পৃথিবীর মানুষের কাছে সত্যতা তুলে ধরতে পারলেই দেশের মানুষের কাছে আমরা স্বীকৃত হবো।

এর আগে বেরোবির প্রতীষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টি নন্দন গেট উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা। এরপর শিক্ষার্থীদের সাথে আনন্দ র‌্যালিতে অংশ নেন তিনি। এরপর আলোচনা সভায় উপস্থিত হন। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে তাকে সম্মাননা দেয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড, শওকত আলীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি