ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিচালক আইভি শশী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

টালিউডের পরিচালক আইভি শশী আর নেই। মঙ্গলবার ৬৯ বছর বয়সে চেন্নাইতে প্রয়াণ হয় তাঁর। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

দক্ষিণী ছবির পরিচালক শশী ক্যারিয়ারে প্রায় ১৫০টি ছবি পরিচালনা করেছিলেন। মালয়ালম, তামিল ছাড়াও হিন্দিতেও কয়েকটি ছবি পরিচালনা করেছেন তিনি। ২৭ বছর বয়সে ছবি পরিচালনাকেই পেশা হিসেবে বেছে নেন শশী।

নতুন প্রতিভাদের বরাবরই ছবিতে অভিনয়ের সুযোগ দিতেন শশী। তাঁর হাত ধরেই মলিউডে আসেন অভিনেত্রী সীমা। তুমুল সাফল্য পান তিনি। পরে সীমার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন শশী। শেষ দিন পর্যন্ত শশীর সেবা করেছেন সীমা।

সফল ক্যারিয়ারে বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

সূত্র : এনডিটিভি

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি