ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী থেকে সুতা তৈরি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ৪ জুন ২০১৮ | আপডেট: ১৯:৫৫, ৪ জুন ২০১৮

পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী থেকে সুতা তৈরি হচ্ছে চাঁদপুরে। এতে শহরের পরিবেশ দূষণমুক্ত হওয়ার পাশাপাশি সুযোগ হচ্ছে কর্মসংস্থানের। স্থানীয় চাহিদা পূরণ করে এই সুতা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে।

শহরের অলি-গলি থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করা হয় এই কারখানায়। এরপর তৈরি হয় কেঁকড়া নামে পরিচিত এক ধরনের সুতা।

নতুন এই সুতা তৈরির ফলে শহরের পরিবেশ দূষণ মুক্ত হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে বেশকিছু মানুষের।

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সুতা সারাদেশে ছড়িয়ে দেয়া সম্ভব বলে জানান কারখানার মালিক।

এমন পরিবেশবান্ধব কারখানা সারাদেশেই অনুকরণীয় হতে পারে বলে মনে করেন বিসিক কর্মকর্তা।

মাটি ও পরিবেশ রক্ষায় সারাদেশেই কেঁকড়া সুতা তৈরির উদ্যোগ নেবে সরকার- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি