পরিবহন-হকারদের দখলে মেট্রো স্টেশনের প্রবেশ মুখ (ভিডিও)
প্রকাশিত : ১২:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪
উপরে মেট্রো স্টেশন, নিচে ভোগান্তি। দিনে রাতে সিঁড়ির চারপাশ থাকে পরিবহণের দখলে। ভূক্তভোগীরা বলছেন, যানজটের কারণে মেট্রোর সুবিধা পুরোপুরি পাচ্ছেন না তাঁরা।
উত্তরা থেকে মতিঝিল কিংবা মিরপুরের মানুষের জীবনের রুটিন পাল্টে দিয়েছে মেট্রো রেল। অথচ স্টেশনগুলোর অবস্থা তথৈবচ! তড়িঘড়ি করে যে উপরে উঠবেন সহসা তার উপায়ও নেই। সিঁড়ির চারপাশজুড়ে নানান ধরণের পরিবহন জট লাগিয়ে রাখে সারাক্ষণ। আছে দোকানপাট, হকারদের অস্থায়ী ছাউনি আর ভাড়ায়চালিত মোটরবাইকারদের জটলা।
সন্ধ্যেবেলায় মেট্রো স্টেশনে ভিঁড় বাড়ে গন্তব্যে ফেরা মানুষের। সিঁড়ির আশপাশে বাড়ে জটের ধকল। সেই যানজট উতরে স্টেশনে পৌঁছাতেই কাহিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সন্ধ্যায় ভয়াবহ জট লেগে থাকে মিরপুর ১০, শাহবাগ আর কারওয়ানবাজারে। পুলিশের সামনেই কেনো এমন জেরবার অবস্থা?
যাত্রীরা বলছেন, মেট্রোর পরিবেশ যারপরনাই সুন্দর। কিন্তু স্টেশনের নিচে দখল আর দূষণ দিন দিন বেড়েই চলেছে।
এমএম//