ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পরিবেশ বিপর্যয় রোধের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিশিষ্ট পানি বিজ্ঞানী ড. আইনুন নিশাত বলেছেন, পরিবেশ বিপর্যয় রোধের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে দ্বীপগুলো মানচিত্র থেকে হারিয়ে যাবে। দেশের দক্ষিনাঞ্চলসহ বিস্তীর্ন এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বৃহস্পতিবার ঢাকা কসমোপলিটান রোটারি ক্লাবের অভিষেকে একথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গর্ভনর এএফএম আলমগীর, ডেপুটি গর্ভনর আবুল খায়ের চৌধুরী, রকিব সরদার, ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন পাটোয়ারি, সেক্রেটারি হোসনে আরা পলি, সাইফুর রহমান, মনিরুল আলম, মুসবাহ্ আলিম, সৈয়দ সাইফুল হক মিন্টু প্রমুখ।

উপস্থিত ছিলেন- সাবেক গর্ভনর জালাল ইউ আহমেদ, সেলিম রেজা, শামসুল হুদা, ড. ইসতিয়াক জামান, এসএএম শওকত হোসেন, গর্ভনর নমিনি মো. রুবাইয়াত হোসেন, এম. এ আলী ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য, কসমোপলিটান রোটারি আর্ত মানবতার সেবায় দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা ও অনান্য খাতে মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি