ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

পরিষ্কার-পরিচ্ছন্নতার নানা পরিকল্পনার কথা জানালেন চট্টগ্রামের মেয়র

প্রকাশিত : ১৯:০০, ২০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৩, ২০ অক্টোবর ২০১৬

অনেকটা মুখ থুবড়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। যত্রতত্র পড়ে থাকছে নগরবাসীর ফেলে দেয়া উচ্ছিষ্ট। দুগন্ধে ভারী হয়ে উঠছে পরিবেশ। এজন্যে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতাকে দুষছেন নগরবাসী। তবে এ অবস্থা থেকে পরিত্রানে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি নানা পরিকল্পনার কথা জানালেন চট্টগ্রামের মেয়র। চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী গড়ার নির্বাচনী অঙ্গীকার ছিলো চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের। অঙ্গীকার অনুযায়ী দায়িত্ব নেয়ার পর পরই শুরু করেন ডোর টু ডোর ময়লা আবর্জনা সংগ্রহ এবং রাতে ময়লা পরিষ্কার করার কার্যক্রম। কিন্তু কিছুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে সেই কার্যক্রম। নগরীর অলি-গলি, প্রধান সড়কে এভাবেই পড়ে থাকছে নগরবাসীর ফেলে দেয়া উচ্ছিষ্ট। পঁচা দুগন্ধে ভারী হয়ে উঠছে পরিবেশ। দিন দুপুরে প্রকাশ্যে এভাবে রাস্তার ময়লা ফেলা হলেও অবস্থাটা এমন যেন দেখার কেউ নেই। নগরবাসীর ফেলে দেয়া উচ্ছিষ্ট আর ময়লা আবর্জনা যথাসময়ে পরিষ্কার না করার জন্যে সিটি কর্পোরেশনকে দুষলেন স্থানীয়রা। এদিকে ডোর টু ডোর ময়লা আবর্জনা সংগ্রহের এই কার্যক্রমের সফলতা আনতে কঠিন পথ পাড়ি দিতে হবে বলে জানালেন সিটি মেয়র। এ জন্যে গণসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন পরিকল্পনা নেয়ার কথা জানালেন তিনি। তবে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ননগরী গড়তে সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি