ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পরী’ নিয়ে রণবীরকে মিথ্যে তথ্য আনুশকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের পেশাদার জগতে বন্ধুত্ব বলে কিছু নেই। আর এটি প্রমাণ করলেন আনুশকা শর্মা। রণবীরের সঙ্গে আনুশকা শর্মার সম্পর্কটা নেহাতই পেশাদার। আর বন্ধুত্বটা স্রেফ মৌখিক। এর আগে নিজের বিয়েতে রণবীরকে ডাকেননি আনুশকা। আর এবার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পরি’ সিনেমাকে কেন্দ্র করে ঘটেছে নতুন ঘটনা।

আর খবরটি প্রকাশ করেছেন, বলিউডের বিখ্যাত মেক-আপ আর্টিস্ট ক্লোভার বুটন। ‘পরী’ সিনেমাতে আনুশকা শর্মার রক্তস্নাত চেহারা এই ক্লোভারের হাত ধরেই হয়েছে। এদিকে আনুশকার সঙ্গে রণবীরকে তামাশার খোরাক বানিয়েছিলেন ক্লোভার। কারণ এই ক্লোভারই সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীরের মেক-আপের কাজটা করেছেন।

জানা গেছে, সিনেমার সেটে ক্লোভারের কাছে ‘পরী’ সিনেমা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছিলেন রণবীর। আর এই কথা জানতে পেরে আনুশকা ক্লোভারকে ভুল তথ্য দেওয়ার পরামর্শ দেন।

আনুশকার পরামর্শ মেনে ক্লোভার রণবীরকে জানিয়েছিলেন সিনেমাতে নায়িকা এমন এক চরিত্রে অভিনয় করছেন, যে বিশেষ বিশেষ সময়ে কুকুরে পরিণত হয়ে যায়। ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আনুশকা দিন-রাত সাধের পোষ্য ডুড শর্মাকে অনুকরণ করছেন। এটাও জানাতে ভোলেননি ক্লোভার।

এরপর একদিন রণবীরের সঙ্গে দেখা হয় আনুশকার। সেখানে রণবীর এই কুকুরের ব্যাপারটা নিয়ে কথা তুললেন, হাসতে হাসতে গড়িয়ে পড়েন আনুশকা। তার মুখ থেকে হাসির কারণটা জেনে উপস্থিত অন্যরাও হাসতে শুরু করেন। তখনও বুঝতে পারেননি রণবীর।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি