ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৪, ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মহিপুরে পরীক্ষা খারাপ হওয়ায় মোসাম্মৎ রিমি নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার রাত নয়টায় কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

মৃত রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চাঁদপুর জেলার বাসিন্দা আবদুল খালেকের মেয়ে।

পারিবারিক সূত্র জানা গেছে, ওইদিন সন্ধ্যা সাতটায় লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়া বাসায় সবার অগোচরে রিমি ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস নেয়।

মৃত রিমির পরিবারের বরাত দিয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক অনিমেষ হাওলাদার জানান, ইসলাম শিক্ষা পরীক্ষা শেষে রিমি বাসায় এসে তার মাকে পরীক্ষা খারাপ হবার কথা জানিয়ে তার শয়ন কক্ষে চলে যায়। সেখানেই সকলের অগোচরে সে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। 

রাতে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি