ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

পরীমণির জন্মদিন, সাদামাটা উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৪ অক্টোবর ২০২৪

প্রতিবছর বেশ ঘটা করেই কেক কেটে জন্মদিন উদযাপন করতেন নায়িকা পরীমণি। তবে এবার তেমন চাকচিক্য দেখা যায়নি পরীর জন্মদিনে। সাদামাটাভাবেই কাছের মানুষদের নিয়ে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন ঢালিউড অভিনেত্রী।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আলোচিত এই নায়িকার জন্মদিন। নায়িকা পরীমণি দেখতে দেখতে ৩২টি বসন্ত পার করলেন। 

জাঁকজমক-পূর্ণ আয়োজন না করলেও কাছের কিছু বন্ধুবান্ধবদের নিয়ে প্রথম প্রহরে জন্মদিনের কেক কেটেছেন পরী। 

এ সময় এই নায়িকা ফেসবুক লাইভে এসে বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা।’

‘প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই আমি কেক কাটতাম কিন্তু নানু ভাইতো আর এখন নেই। ভেবেছিলাম এই দিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মত সময় কাটাবো কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে।’

‘আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে আমার ১ কোটি ছয় লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’

প্রসঙ্গত, গতবছর প্রিয় নানাভাইকে হারান ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি