ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীমনির অপেক্ষার প্রহর কাটছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা পরীমনি অভিনীত বহুল আলোচিত ছবি ‘ইনোসেন্ট লাভ’ আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে। এর ফলে পরীর অপেক্ষার প্রহর কাটছে। এটি পরীর অভিনয় জীবনের প্রথম দিককার ছবি। দেশব্যাপী শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে। ছবিটির প্রযোজক রমিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

‘ইনোসেন্ট লাভ’ ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। তিনি জানান, ‘ভালো একটি গল্পের ছবি এটি। চলচ্চিত্রের অস্থিরতাসহ নানা জটিলতায় ছবির কাজ শেষ করতে সময় লেগেছে। ৩ নভেম্বর মুক্তি দেয়া হবে ছবিটি। শিগগিরই গান ও ট্রেলার প্রকাশ হবে।’

এর আগে ১৬ আগস্ট বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে পরীমনির ‘ইনোসেন্ট লাভ’। এই নায়িকা বলেন, এটি আমার ক্যারিয়ারের প্রথমদিকের ছবি। এতে আমার চরিত্রের নামও পরী। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা আঙ্কেল। ভার্সিটিপড়ুয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। অবশেষে অপেক্ষার অবসান শেষে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

মৌলিক গল্পের ‘ইনোসেন্ট লাভ’ ছবিতে পরীমনির নায়ক জেফ। আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি