ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পর্তুগালে দাবানলে নিহত ২৫, দমকল কর্মীসহ আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১৬:২৯, ১৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

পর্তুগালে দাবানলে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। দমকল কর্মীসহ আহত হয়েছে আরো ২০ জন।
কর্তৃপক্ষ জানায়, নিহতদের অধিকাংশই স্থানীয় সময় শনিবার রাজধানী লিসবন থেকে ২শ’ কিলোমিটার উত্তর-পূর্বে পেদ্রোগাও গ্রান্ডি এলাকায় গাড়িতে করে যাওয়ার সময় দাবানলের কবলে পড়ে। ৩ জন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও বাকিরা আগুনে পুড়ে মারা যায়। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারনা করা হচ্ছে। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে শনিবার বিকেল থেকে তীব্র হয়ে ওঠে দাবানল। ১৭শ’রও বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি