ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

আমিরুল ইসলাম নয়ন,পতুগাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫০, ১৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৫৪, ১৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পর্তুগালের যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশীরা। দিনব্যাপি বিজয় দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস পর্তুগালের আয়োজনে আলোচনা সভায় মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ , রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

দুতাবাস প্রধান এস এম গোলাম সরওয়ার এর সঞ্চালনায় এবং মিসেস লায়লা মুনতাজেরী দীনা- চার্জ ডি'অ্যাফেয়ার্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

দিনের শুরুতে  চার্জ ডি'অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা  দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।

বিজয় দিবসের আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন পর্তুগালের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে চার্জ ডি'অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা বলেন, বিজয়ী দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে। এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

আলোচনায় বক্তারা বাংলাদেশীদের জীবনে মহান বিজয় দিবসের তাৎপর্য  তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি