ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পর্তুগালে বাংলাদেশি পাড়ায় পুলিশের গণতল্লাশির প্রতিবাদ

আমিরুল ইসলাম নয়ন, পর্তুগাল প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৪, ২২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২২:০৬, ২২ ডিসেম্বর ২০২৪

পর্তুগালের লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মার্তিম মনিজ এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের নামে পুলিশের গণহারে তল্লাশির ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির নাগরিকরা ব্যাপক সমালোচনা করছেন।  

পুলিশের এমন হেনস্তার প্রতিবাদে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশী অধ্যুষিত মার্তিম মনিজ এলাকায় পর্তুগালের বিরোধীদলীয় বেশ কয়েকজন এমপি মন্ত্রীসহ স্হানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে পদযাত্রা করে। 

গত ১৯ ডিসেম্বরের পুলিশি তল্লাশির জন্যে প্রবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেন তারা। এ সময় তারা পর্তুগালের স্বাধীনতার প্রতিক লাল কার্নেশন ফুল দিয়ে প্রবাসীদের স্বাগতম জানান দেশটির পার্লামেন্টের সদস্য, মন্ত্রীরা। তারা প্রবাসীদের পক্ষে অবস্থান নিয়ে বলেন, এখানে বর্ণবাদের স্থান নেই। অভিবাসীরা এখানে থাকবে বর্ণবাদীরা এই দেশে থাকতে পারবে না। 

পর্তুগালে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি নেতা রানা তাসলিমা বলেন, তাদের এই আন্তরিকতায় আমরা মুগ্ধ। তাদের এই সলিডারিটি আমাদের কমিউনিটির জন্য অবশ্যই পজিটিভ। আমরা তাদের এই মহৎ উদাহরণের জন্যে সাধুবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন পর্তুগিজ এমপি মারিয়ানা মরতাগুয়া ,পর্তুগিজ এমপি ফাবিয়ান ফিগুরিদো , ইউরোপীয়ন পার্লামেন্টের সাবেক এমপি আনা গুমাস, হিউম্যান রাইটের প্রেসিডেন্ট লাউরা, ​​ডেপুটি মিউনিসিপ্যাল যসে লিতাও, কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দীন প্রমুখ । 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি