ঢাকা, রবিবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৫

পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

পর্তুগালে জাতীয়তা আবেদনের জন্য পর্তুগীজ ভাষা শিক্ষা সার্টিফিকেট বাধ্যতামূলক। তবে প্রয়োজনের তুলনায় দেশীয় প্রতিষ্ঠান কম থাকায় প্রবাসীদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গ্রিনফিল্ড একাডেমি।

প্রবাসী রিফাত বিন আইয়ুব, সৈয়দ সামিউল আলম ও কে এম মাসউদুল হকের মালিকানায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি সম্প্রতি পর্তুগালের রাজধানী লিসবনের ওলাইস এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের ছানি ইমাম কায়েস আহমদ আব্দুল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা এবং বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদ ও পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে রানা তাসলিম উদ্দিন বলেন, “প্রবাসে আমরা বাংলাদেশিরা দিন দিন বিভিন্ন সেবা প্রদান করছি। তবে একাডেমিটি যেন শুধুমাত্র সার্টিফিকেট প্রদানের জন্য পরিচালিত না হয়ে প্রকৃত শিক্ষা প্রদানে মনোযোগী হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী রবিউল ইসলাম, প্রবাসী সাংবাদিক তানভীর উল ইসলাম সিদ্দীকী, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), ব্যবসায়ী ইকবাল চৌধুরী ও মুস্তাফিজুর রহমান। এছাড়াও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফিজ আল আসাদসহ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী সদস্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গ্রিনফিল্ড একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের ছানি ইমাম কায়েস আহমদ আব্দুল্লাহর তত্ত্বাবধানে প্রবাসী শিশুদের জন্য ফ্রিতে ইসলামি শিক্ষার ব্যবস্থা থাকবে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি