পর্তুগালের বিপক্ষে সেরাটা দিতে চান সুয়ারেজ
প্রকাশিত : ১৭:৩৯, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১৭:৫২, ৩০ জুন ২০১৮
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আজ শনিবার মাঠে নামবে পর্তুগালের বিপক্ষে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দলটি ভালো খেলা উপহার দিয়ে যাচ্ছে। এর ধারবাহিকতা রক্ষা করবে দলটি তার সমর্থকরা এমন আশা করেন। উরুগুয়ের তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ পর্তুগালের বিপক্ষে জ্বলে উঠবেন এবং নিজের সেরাটা দিবেন বলেই তিনি জানিয়েছেন।
বার্সেলোনায় কাটানো দুর্দান্ত ফর্ম নিয়ে রাশিয়ায় এসেছিলেন সুয়ারেজ। কিন্তু মিশরের বিপক্ষে উরুগুয়ের উদ্বোধনী ম্যাচে নিজের ছায়ায় বন্দী ছিলেন এই স্ট্রাইকার। যদিও খোলস ছেড়ে বেরোতে সময় নেননি তিনি, পরের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে তার লক্ষ্যভেদেই জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। আর রাশিয়ার বিপক্ষে তার টানা দ্বিতীয় গোলে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে দেশটি।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টায় পর্তুগালের বিপক্ষে মাঠে নামার আগে তার এই ফর্মটাকেই চাইবে উরুগুয়ে। সুয়ারেজ নিজেও আত্মবিশ্বাসী। ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করলেন তিনি এভাবে, ‘প্রথম ম্যাচের তুলনায় আমি এখন অনেক ভালো (জায়গায় আছি)। ব্যক্তিগত পর্যায়ে আমি সবসময় পারফেকশনিস্ট।’ সঙ্গে যোগ করেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর আমি সবসময় পেছনের ঘটনা ফিরে দেখি এবং আমার সতীর্থ ও কোচের সঙ্গে আলোচনা করি।’
বিশ্বকাপের চলমান ফর্ম ধরে রেখে পর্তুগালের বিপক্ষে নিজের সেরাটা দিতে চান সুয়ারেজ, ‘আমি জানি (শনিবার) আমরা কী খেলতে যাচ্ছি, ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ষোলোর লড়াই। আমরা উজ্জীবিত এবং খুব ভালো করেই জানি, আমরা আমাদের সবটা উজাড় করে দিতে যাচ্ছি।’
তথ্যসূত্র: গোল ডটকম।
এসএইচ/