ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পর্যটকদের আনাগোনায় মুখর বান্দরবান (ভিডিও)

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৩:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২১

সবুজ পাহাড়ে মেঘের মিতালির অপরূপ দৃশ্য দেখতে পার্বত্য জেলা বান্দরবান এখন পর্যটকদের আনাগোনায় মুখর। শহরের প্রাণ কেন্দ্রে পাহাড় আর ঝর্ণা বেষ্টিত পর্যটন কেন্দ্র নীলাচল ও শৈলপ্রপাতে ভীড় করছেন তারা।

বান্দরবান শহর থেকে ৫ কিলোমিটার দূরে টাইগার পাড়ার নীলাচল। এখানে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালী। নীলাচলে মেঘের খেলা। আর পাহাড়ের আকাঁবাকা রাস্তা বিমোহিত করে পর্যটকদের। নীলাচল থেকে পাখির চোখে দেখা মেলে পুরো বান্দরবান শহর।

আর ৮ কিলোমিটার দূরে বান্দরবান-থানচি রোডের পাশে শৈলপ্রপাত ঝর্ণা। পর্যটক সমাগমে মুখরিত স্বচ্ছ পানির এই ঝর্ণাটি।

পর্যটকরা জানান, প্রতিবারের ন্যায় লকডাউন তুলে নেয়ার পরপরই এই পর্যটন কেন্দ্রগুলোর দেখার জন্য চলে এলাম। বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য, বান্দরবন, চিনবুক- এসব জায়গাগুলো দেখার জন্য মুখিয়ে থাকি আমরা।

চারদিকে পাহাড় আর পাহাড়। পাহাড়ের মাঝখানে ছোট ছোট ঘর খুবই মুগ্ধ করে জানালেন আরেক পর্যটক জানালেন

এখানে দেখা মিলে বম নৃগোষ্ঠির জীবনধারা। হাতে বোনা চাদর, মাফলার, বেত ও বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র স্মারক হিসেবে কিনে নেন অনেকে।    

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। 

বান্দরবান ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল হক বলেন, যারা পাবর্ত্য এলাকা ভ্রমণ করতে আসবেন তাদের জানা উচিত যে, বর্ষাকালের কারণে ঝর্ণাগুলোতে পানি বেশি সে ক্ষেত্রে পা পিছলে যেন পড়ে না যান সে বিষয়ে সতর্ক থেকে ভ্রমণ করবেন।

স্বাস্থ্যবিধি মেনে চালার তাগিদও দিচ্ছেন তারা। 

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি