ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২২, ১৬ ডিসেম্বর ২০২১

বিজয় দিবসের ছুটিতে বিজয়ের ঢেউ উপভোগ করতে দেশী-বিদেশি হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত সূর্যদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা। 

বুধবার বিকাল থেকেই পর্যটকের আগমন ঘটে সৈকতের বিভিন্ন স্পটে। 

সাগরকন্যার লেম্বুর চর, ঝাউবাগান, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী এবং শুটকী পল্লীতে দেখা গেছে পর্যটকদের সরব উপিস্থিতি। 

সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সাথে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকরা। 

রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে উচ্ছ্বসিত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

পর্যটকদের নিরাপদ ভ্রমণে মাঠে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। তবে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারে পর্যটকরা ছিল উদাসীন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি