ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ আনন্দ উপভোগ করতে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নানা বয়সি মানুষ। অনেকেই ঈদের ছুটি কাটাতে পরিবার-পরিজন নিয়ে ছুটে যাচ্ছেন প্রকৃতির কাছাকাছি। তবে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বান্দরবান ও রাঙামাটিসহ পার্বত্যাঞ্চলে এবার পর্যটকের উপস্থিতি কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় সাভারের জাতীয় স্মৃতিসৌধ, আলাদীন পার্ক, আশুলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডম ও বাড়াইপাড়ার নন্দন পার্কে।

দর্শনার্থীদের আনন্দ দিতে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে বিনোদন কেন্দ্রগুলোতে।

পাহাড়ীকন্যা খ্যাত বান্দরবানের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র- মেঘলা, নীলাচল, নীলগিরি, নীল দিগন্ত, শৈলপ্রপাত, চিম্বুক, প্রান্তিক লেক, ন্যাচারাল পার্ক, বগা লেক, নাফাকুম ও রিজুক ঝর্না। ঈদের এই সময়ে এসব কেন্দ্রে উপচেপড়া ভিড় থাকার কথা থাকলেও বৃষ্টির কারণে এবার পর্যটকের সংখ্যা অনেক কম।

এছাড়া কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্না, চাকমা রাজবাড়ি, জেলা প্রশাসকের বাংলো, আদিবাসীদের জাদুঘরসহ রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণপিপাসুদের জন্য প্রস্তুত রাখা হলেও বৃষ্টি ও বন্যার কারণে ফাঁকা পড়ে আছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি