ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

‘পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে ১৩০০ কোটি টাকার প্রকল্প’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ১৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:৪৫, ১৭ জানুয়ারি ২০১৯

দেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে সরকার ১৩০০ কোটি টাকার প্রকল্প হাত নিয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, এই খাতকে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানের অন্যতম উৎসে পরিণত করতে এ প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পের অর্থ অবকাঠামোগত সুবিধা ও মানবসম্পদ উন্নয়নে ব্যয় হবে।’     

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)`র সদর দফতরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিপিসি চেয়ারম্যান আখতার উজজামান খান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার একটি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। পাশাপাশি বাংলাদেশকে পৃথিবীর দেশে দেশে ব্র্যান্ডিং করতে নানামুখী প্রচার কার্যক্রমও গ্রহণ করেছে।

আরকে// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি