ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পর্যটনের শহর কক্সবাজারে অসহনীয় যানজট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২২ এপ্রিল ২০১৮

অসহনীয় যানজটে ভোগান্তি বাড়ছে পর্যটনের শহর কক্সবাজারে। সমুদ্র দেখতে যাওয়া পর্যটকরা মূলত যাতায়াত করেন, শহরের ৬ কিলোমিটার প্রধান সড়কেই। আর এ’টুকু রাস্তায় চলে, প্রায় ২৫ হাজার যানবাহন। যার বেশিরভাগ ইজিবাইক। যানজট নিরসনে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে পর্যটকসহ স্থানীয়রা।

কক্সবাজারের হলিডে মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত পৌর শহরের মূল সড়কের দূরত্ব ৬ কিলোমিটার। সংযোগ ও অভ্যন্তরীণ সড়ক রয়েছে ২০টির বেশি। এই সড়কে রিকশা আর ইজিবাইকের রাজত্ব। নিত্যসঙ্গী যানজট।

ট্রাফিক বিভাগ বলছে, কক্সবাজার শহরে লাইসেন্সধারী ইজিবাইক রয়েছে ২ হাজার, রিকশা সাড়ে ৩ হাজার। তবে, শহরে চলছে ৭ হাজারের বেশি ইজিবাইক, আর অন্তত ১২ হাজার রিক্সা। এছাড়া, অটোরিক্সা, মিনিবাসসহ প্রতিদিন অন্তত ২৫ হাজার যানবাহন চলে এই সড়কে।

সড়ক প্রশ্বস্ত না হওয়া, ফুটপাত দখল, যত্রতত্র যাত্রী উঠানামা এবং রাস্তায় পার্কিং যানজট বৃদ্ধির কারণ বলে মনে করেন অনেকে।

যানজট নিরসনে পরিকল্পনার কথা জানিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

পর্যটক আকৃষ্ট করতে কক্সবাজার শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলা এবং যানজটমুক্ত রাখার দাবি জানিয়েছে স্থানীয়রা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি