ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক তৈরির দিকে গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৬:৪৫, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৪৫, ১৮ মার্চ ২০১৬

psyশিক্ষার মান বাড়াতে সরকার সৃজনশীল পদ্ধতির উপর জোর দিয়েছে। আর এখন গুরুত্ব দেয়া হচ্ছে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক তৈরির দিকে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মনোবিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। বাংলাদেশ সাইকোলজি অ্যাসোসিয়েশন ও সাউথ এশিয়ান অ্যাসোশিয়েশন অব সাইকোলজিস্ট এর যৌথ আয়োজনে এই সম্মেলনে দেশ-বিদেশের মনোবিজ্ঞানীরা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বক্তারা মনোবিজ্ঞানকে সবার জন্য উন্মুক্ত পাঠ্য বিষয় করার দাবি জানান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি