ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ঠাকুরগাঁওয়ে আমন আবাদ ব্যাহত

প্রকাশিত : ১৬:৩৫, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৫, ৪ সেপ্টেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ব্যাহত হচ্ছে আমন আবাদ। প্রচন্ড তাপদাহে আমন ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সেচ দিয়ে চারা রোপন করছেন অনেক কৃষক। সেচ ও কৃষি উপকরণের বাড়তি দামের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় হতাশ চাষীরা। শরতের নীল আকাশে ঠাঁকুরগাওয়ে বৃষ্টির দেখা নেই। শুকিয়ে যাচ্ছে মাঠঘাট। সাধারণত বৃষ্টির পানিতেই আমন চারা রোপণ করেন কৃষক। এবারের আমন মৌসুমে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় চারা রোপণে ভরসা করতে হচ্ছে সেচের ওপর। তাই আবাদ খরচও পড়ছে দ্বিগুন। একই সঙ্গে কৃষি শ্রমিকের মজুরী, সার ও কীটনাশকের দাম চড়া হওয়ায় হিমশিম খাচ্ছেন কৃষক। যারা খরচ জোগাতে পারছেন না অনাবাদি ফেলে রেখেছেন জমি। চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭ শ’ ১২ হেক্টর জমিতে। চাষের বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে জানালেন কৃষি কর্মকর্তা। তবে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি