ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পল্লবীতে দুই ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর পল্লবীতে দুই ছেলেকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আহতাবস্থায় বাবা মো: আহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। পল্লবী থানার সাব-ইন্সপেক্টর মাজেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

শিশু দুটির বয়স ৭ ও ৫ বছর। প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল জানান, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। 

আমাদের প্রাথমিক ধারণা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি