ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পশুপ্রেমের গল্প নিয়ে আসছে হিরণের ‘দ্য পাপ্পি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ২৬ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

চলতি বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল নির্মাতা আবু তাওহীদ হিরণের প্রথম সিনেমা ‘আদম’। সেসময় সিনেমা হল এবং সিনে কপ্লেক্সগুলোতে বেশ দর্শক সাড়া পেয়েছিল সিনেমাটি। এরপর তিনি নির্মাণ করেন দ্বিতীয় সিনেমা ‘রং রোড- অধ্যায় আদুরী’। যেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এরই মধ্যে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন হিরণ। সিনেমার নাম ‘দ্য পাপ্পি’। নির্মাতা জানিয়েছেন, একটি স্তন্যপায়ী প্রাণী তথা কুকুকের আবেগ ও অনুভূতি এবং মানুষের পশু-প্রাণী প্রেমের গল্পে নির্মিত হচ্ছে এটি। এ সিনেমার গল্প তিনি নিজেই লিখেছেন।

এ সিনেমায় পুরাতন শিল্পীর পাশাপাশি একঝাঁক নতুন শিল্পী নিয়ে কাজ করবেন হিরণ। পোস্টার ও ট্রেইলার প্রকাশের মাধ্যমে শিল্পীদের নাম ও চরিত্র পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে হিরণ বলেন, "আমার ‘আদম’ যারা দেখেছেন তারা জানেন আমি একটু অন্য ঘরানার সিনেমা বানাতে চাই। এবারের গল্পটাও একটু ভিন্নধর্মী। একটি কুকুরকে কেন্দ্র করে গল্প। আপাতত এতটুকুই জানাচ্ছি। আশা করছি আগের সিনেমার মতো এবারে এটিও দর্শকের ভালো লাগবে।"

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প নিয়ে ‘আদম’ নির্মাণ করেছিলেন হিরণ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্যসহ অনেকে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি