ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ৮ এপ্রিল ২০২৩

অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন। 

সংবাদমাধ্যমগুলো জানায়,  জর্দান উপত্যকার হামরার বসতির কাছে  গোলাগুলিতে ওই দুই নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর গোলাগুলির ঘটনা ঘটল।

দুই নারী নিহত হওয়ার পর সকল ইসরাইলিকে আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি দিয়েছে পুলিশ। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের দুই রাতের অভিযানের পর লেবানন থেকে রকেট হামলা চালানো হয়। পাল্টা হিসেবে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।  
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি