ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাঁচ তথ্যে জানুন হার্ট অ্যাটাকের ঝুঁকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ২৯ জুলাই ২০১৮

হার্ট অ্যাটাকের ঝুঁকি জানতে ডাক্তারের কাছে নয়। সাধারণ ব্যক্তি হয়ে আপনিও জানতে পারেন আপনার শরীরে এর ঝুঁকি কতটুকু। আর এটা জানতে দরকার হবে মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর। ওই পাঁচটা উত্তর বসিয়ে একটা বিশেষ “মূল্যায়ন চার্ট” তৈরি করে আপনিও জানতে পারবেন বিপদ কতটা কাছে এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের মধ্যে প্রবল জনপ্রিয়তা পাচ্ছে ওই চার্ট। যার পোশাকি নাম – মডিফাইড আর্মি ওয়ার্নিং স্কোর বা মিউজ। ঘটনা হল ওই ” সংশোধিত মূল্যায়ন চার্ট” বানিয়েছেন পেঞ্চালা স্বামী মিট্টাডোডলা নামে এক ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার। যিনি বর্তমানে আরকানসাস-এর মার্সি হসপিট্যালের আইসিইউ বিভাগে আছেন। ভারতীয় কার্ডিওলজিস্ট ও জরুরি বিভাগের চিকিৎসকেরাও এর প্রশংসায় পঞ্চমুখ। যেমন বিশিষ্ট কার্ডিওলজিস্ট সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের মতে এটা খুব উপকারী হবে। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত নিতে প্রভূত সাহায্য করবে।

যে পাঁচটা বিষয়ের তথ্য এই চার্টে নথিভুক্ত করা হয়। এক – হার্ট রেট। দুই – সিসট্যোলিক ব্লাড প্রেসার। তিন – রেসপিরেটরি রেট। চার – শরীরের তাপমাত্রা। পাঁচ – এ ভি পি ইউ স্কোর। সেই ফলাফল থেকে তৈরি চার্ট দেখলেই দ্রুত নির্ণয় করা সম্ভব কত দ্রুত রোগীর হার্ট অ্যাটাক আক্রান্ত হতে পারে। ইতিমধ্যেই এই রিপোর্ট অ্যামেরিক্যান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে প্রকাশ হয়েছে।

সূত্র- কলকাতা ২৪

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি