ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পাঁচ তারকার শততম ম্যাচ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:১২, ১১ ডিসেম্বর ২০১৮

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও মাঠে নামছে টিম টাইগার। বাংলাদেশের সামনে আরেকটি সিরিজ জেতার সুযোগ। যদিও আজ দ্বিতীয় ওয়ানডে, তবে আজ একটি বিশেষ দিন। ম্যাচটি আজ খুবই গুরুত্বপূর্ণ দেশের পাঁচ সিনিয়র ক্রিকেটারের জন্য। এক সঙ্গে খেলা শততম ম্যাচ হতে যাচ্ছে তাদের।
আজ এক সঙ্গে ১০০তম বারের মতো খেলতে নামবেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
২০০৭ সালে মাহমুদউল্লাহ রিয়াদের অভিষেকের পর থেকে বাংলাদেশের ক্রিকেট দলে আস্তে আস্তে তৈরি হয় পাঁচ সিনিয়র ক্রিকেটারের এই কেন্দ্রস্থল। এরপর কখনো কখনো কেউ বাদ পড়েছেন, কেউ ইনজুরিতে খেলতে পারেননি। ফলে সবগুলো ম্যাচে এই পাঁচ ক্রিকেটারের এক সঙ্গে খেলা হয়নি। এদের উপর ভর করেই নতুন এক যুগে প্রবেশ করে বাংলাদেশ। একটার পর একটা ওয়ানডে ম্যাচ, সিরিজ জিতেছে বাংলাদেশ, যার বেশিরভাগের রূপকার ছিলেন এই পাঁচজন। অবশেষে সেই পাঁচ ক্রিকেটার এক সঙ্গে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন আজ।
ৎএসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি