ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

পাঁচ বছরের জন্য কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১৫ অক্টোবর ২০২৪

২০২৯ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৈষম্য দূর করতে ব্যাংকটিকে এ সুবিধা দেওয়া হয়েছে বলে এনবিআর’র পক্ষ থেকে  জানানো হয়েছে। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, ‘বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে গ্রামীণ ব্যাংককে কিছু শর্তে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত আয়ের উপর ছাড় দেওয়া হয়েছে।’ 

এর আগে গত ১০ অক্টোবর একটি আদেশের মাধ্যমে ট্যাক্স অব্যাহতি পুনর্বহাল করা হয়। 

১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি ভোগ করে আসছিল। তবে ২০২০ সাল থেকে ব্যাংকটির এ সুবিধা বাতিল করা হয়। 

গ্রামীণ ব্যাংকের মতো অভিন্ন ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী অন্যান্য প্রতিষ্ঠান কর সুবিধা ভোগ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে গেজেট অনুযায়ী গ্রামীণ ব্যাংককে এখনও বার্ষিক আয়কর রিটার্ন জমা দিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ এবং পরবর্তীতে গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ অনুযায়ী গ্রামীণ ব্যাংক তফসিলি ব্যাংক নয় এবং প্রতিষ্ঠানটি মূলত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি