ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাঁচ মাস বয়সেই যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্য ভ্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১৫ অক্টোবর ২০১৮

বয়স মাত্র ৫ মাস। ঘুরেছেন ৫০ টি অঙ্গরাজ্য। তাও আবার যুক্তরাষ্ট্রের মতো শহরগুলো। মাত্র এক সপ্তাহে এই মাইলফলক ছুঁলেন এই শিশু। নাম হারপার ইয়েটস।

হারপার ইয়েটস হলো কানাডার বাসিন্দা সিন্ডি লিম এবং ট্রিসট্যান ইয়েটসের কন্যা।  ওই দম্পত্তিটি ছুটি পাওয়ায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে ভ্রমণ করার সিদ্ধান্ত নেন।

হরপারের জন্মের আগে এই দম্পত্তিটি যুক্তরাষ্ট্রের ১৯ টি অঙ্গরাজ্য ভ্রমণ করেছিল। পরে তারা সিদ্ধান্ত নেন যে যুক্তরাষ্ট্রের বাকী ৩১ টি অঙ্গরাজ্যে ভ্রমণ করবেন।

কিন্তু পরে তারা সিদ্ধান্ত পাল্টিয়ে তাদের সন্তানকে নিয় পুরো ৫০ টি অঙ্গরাজ্যেই ভ্রমণ করেন।

লিম বলেন, কোনো রেকর্ড গড়ার জন্য এই ভ্রমণে অংশগ্রহণ করিনি। আমরা মূলত নিজেদের সময়টাকে ভালোভাবে উপভোগ করতে চেয়েছি।  এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভালো সময় কাটানো।

হরপারের পূর্বে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ভ্রমণ করে ৩ বছরের কম বয়সী শিশু রেকর্ড অর্জন করেন।

হরপারের মা-বাবা প্রতিটি অঙ্গরাজ্যে পৌঁছার পর তাদের মেয়েকে নিয়ে ছবি তুলেছেন এবং তাদের ইন্ট্রাগ্রামে শেয়ার করেছেন। এসময় তারা বিভিন্ন বিজয় সূচক চিহৃ ব্যবহার করেছেন। 

শিশুটির মা-বাবা মনে করেন, এই ভ্রমণ তাদের জীবনের জন্য সবচেয়ে বড় অভিজ্ঞতা।

তথ্যসূত্র: সিএনএন

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি