ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

দেশের সরকারি পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেনকে ওই কলেজের অধ্যক্ষ পদে, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যাপক সাকি মো. জাকিউল আলমকে একই কলেজের অধ্যক্ষ হিসেবে এবং নেত্রকোনা মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক রুহুল কুদ্দুসকে পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া হবিগঞ্জ মেডিক্যাল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মোস্তাক আহম্মদ ভূঁইয়াকে সুনামগঞ্জ মেডিক্যালের অধ্যক্ষ পদে এবং নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক মো. উজিরে আজম খান একই কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়ন করা কর্মকর্তারা ১৭ সেপ্টেম্বরের মধ্য বদলি বা পদায়ন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৮ সেপ্টেম্বরে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি