পাইপ বেয়ে ১২ তলায় উঠে সাইফের ওপর সেই হামলাকারী
প্রকাশিত : ১২:২৭, ২০ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:৩২, ২০ জানুয়ারি ২০২৫
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর আক্রমণ চালিয়েছিল যে ব্যক্তি তাকে আটক করেছে মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও একাধিক তথ্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন পথে সে উঠেছিল ওই অভিনেতার বাড়িতে। কেনই বা তাকে ছুরিকাঘাত করেছিল সে।
পরিবার নিয়ে বান্দ্রার সেই ভবনের ১৩ তলায় থাকেন সাইফ আলি খান। সবার নজর এড়িয়ে সেখানে কিভাবে পৌঁছুল হামলাকারী সেটা জানিয়েছে পুলিশ। জানানো হয়েছে, এই কাণ্ড ঘটিয়েছে সেই ব্যক্তি ওই এলাকায় সকাল সাতটা পর্যন্ত ছিল। শুধু তাই নয়, পটবর্ধন গার্ডেন এলাকার একটি বাসস্ট্যান্ডে একটা বাসে সে আশ্রয় নেয়। সেখানেই ঘুমায়। তারপর সকালের দিকে মুম্বাইয়ের ওয়ার্লি থেকে ট্রেন ধরে।
এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, এই ব্যক্তি বান্দ্রার সেই ভবনের সাত-আট তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠেছেন। তারপর ডাক্ট এরিয়া দিয়ে পাইপ বেয়ে বারো তলায় পৌঁছায়। এরপর বাথরুম দিয়ে ভেতরে ঢুকে সে। সেখানেই সইফ আলি খানের বাড়ির এক পরিচারিকার মুখোমুখি হয় হামলাকারী। এরপরই বাকি ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির ১৪ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানকে যে ব্যক্তি হামলা করেছে সে আসলে বাংলাদেশি। সে পুলিশের হাতে ধরা পড়ার পর কখনও নিজের নাম বিজয় দাস জানিয়েছে তো কখনও মহম্মদ ইলিয়াস বলেছে। পরে জানা যায়, তার আসল নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। এই ব্যক্তির বয়স ৩০।
এই ব্যক্তিকে থানে এলাকার এক জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। শুকনো পাতায় ঢেকে রেখেছিল সেই ব্যক্তি নিজেকে।
এএইচ