ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাওলি-আবিরের রোম্যান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ২২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আবির চট্টোপাধ্যায় ও পাওলি দামকে এক সঙ্গে এর আগেও দর্শক দেখেছে। তাদের সেই রোমান্স হয়েছে ‘বেডরুম’-এ। এরপর অনেকটা সময় আর দেখা না গেলেও নতুন করে আবারও পর্দায় হাজির হচ্ছেন তারা দুজন।

পরিচালক মনোজ মিশিগান পুরনো সেই রোম্যান্স ফিরিয়ে আনলেন ‘তৃতীয় অধ্যায়’ দিয়ে। এবার এ সিনেমার মাধ্যমে ফিরছেন পাওলি-আবির।

‘তৃতীয় অধ্যায়’ থ্রিলার ধর্মী সিনেমা। সেই সঙ্গে ভালোবাসার অন্যরকম অনুভুতিতে ভরপুর। ‘তৃতীয় অধ্যায়’ একটা ছেলের গল্প। যে কিছু একটা সন্ধান করতে থাকে। এই খোঁজ তাঁকে নিয়ে যায় পাহাড়ি এক এলাকায়। সেখানে দেখা হয় পুরনো বান্ধবীর সঙ্গে। স্মৃতির সিড়ি বেয়ে তাঁরা ফিরে যায় পুরনো দিনে। এখানে থেকেই শুরু সিনেমার কাহিনী। এই গল্পের বাইরেও সিনেমাতে আরও একটি কাহিনী আছে। যেখানে রয়েছে কলেজের একটা গ্রুপ।’

সিনেমার প্রধান চরিত্রে বয়েছেন আবির চট্টোপাধ্যায়। আর তাঁর বান্ধবীর চরিত্রে দেখা যাবে পাওলি দামকে।

নতুন এই সিনেমা প্রসঙ্গে পাওলি বলেন, ‘সিনেমায় আমার নাম শ্রেয়া। সে একজন বটানিস্ট। ওর এক্স বয়ফ্রেন্ড কৌশিক একজন স্পোর্টস ট্রেনার। কৌশিক কাউকে খুঁজতে খুঁজতে যেখানে শ্রেয়া থাকে সেখানে পৌঁছে যায়। তাদের দেখা হয়। এরপর আস্তে আস্তে রহস্যগুলোর জট খুলতে থাকে।’

আবির প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বেডরুম’র পর আবার আবিরের সঙ্গে কাজ করছি। টানা ৫ বছর পর। তবে একটা কথাই বলব আমরা খুব আনন্দের মধ্যে কাজটি করেছি।’

সিনেমার কাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ‘রোমান্টিক-ডার্ক থ্রিলার ‘তৃতীয় অধ্যায়’। সিনেমাতে থ্রিলারের প্রায় সব গুণই আছে। স্ক্রিপ্ট খুবই স্ট্রং। একটা সাবজেক্টের উপর লেখা হয়েছে। মনোজের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা। যদিও এর আগেও চার অধ্যায় ও কাগজের বৌ সিনেমাতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজও করেছিল। এই প্রথমবার ওর সঙ্গে কাজ করে খুব ভালো লাগল। এখন শুধু মুক্তির অপেক্ষা।’

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি