ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

পাক-মার্কিন ষড়যন্ত্রে বঙ্গবন্ধু হত্যা (ভিডিও)

আকবর হোসেন সুমন

প্রকাশিত : ১১:২৯, ৫ আগস্ট ২০২৩

শেখ মুজিব হত্যা হলে পথ হারাবে বাংলাদেশ। আর এ কারণেই উচ্চকণ্ঠ মুজিবকে হত্যার ষড়যন্ত্র করে মার্কিন-পাক গোয়েন্দারা। নীলনকশায় তারা তৈরিও করেছিল দুর্ভিক্ষসহ আরও কিছু সমস্যা। 

সত্তরের দশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বিদেশী শত্রুর তালিকায় তিনটি নাম।  চিলির আলেন্দে, ভিয়েতনামের উয়েন ভান থিউ এবং বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মার্কিনীদের সঙ্গে দূতিয়ালির ভূমিকায় থাকা পাকিস্তান বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষ সরকারকে চ্যালেঞ্জ জানাতে সাম্প্রদায়িকতা ও ভারতবিরোধী অপপ্রচারে নামে। 

দ্যা আনফিনিসড রেভ্যুলিউশন গ্রন্থের লেখক মার্কিন সাংবাদিক লরেন লিফসুল্জই প্রকাশ করেছেন- ঢাকাস্থ সিআইএ’র স্টেশন চিফ ফিলিপ চেরী ও মার্কিন দূতাবাসের সঙ্গে বঙ্গবন্ধু হত্যাকারীদের দফায় দফায় বৈঠকের কথা। কোলকাতায় মোশতাক চক্রের বৈঠকও ইতিহাস সাক্ষ্য দেয়। 

পরাজিত পাকিস্তানের জুলফিকার ভুট্টো ও মদদদাতা মার্কিন কুচক্রী হেনরি কিসিঞ্জারের মিশন বাস্তবায়নে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করা হয়েছিল। 

সাংবাদিক আবেদ খান বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যক্তিগত শত্রুজ্ঞান করতো পাকিস্তান। ১৯৪৯ সালে যখন তিনি তদানিন্তন বাংলার মাটিতে এসে নিজের অস্তিত্ব ঘোষণা করলেন তখন থেকেই তিনি তাদের জাত শত্রুতে পরিণত হলেন। হেনরি কিসিঞ্জার ছিলেন তখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কারভাবে বলেছিলেন তার তিনজন শত্রু আছে। তার শত্রুর একজন হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

জাতির পিতাকে সবসময়ই একটি অদৃশ্য বুলেট তাড়া করে ফিরতো। 

আবেদ খান বলেন, “রাজনৈতিক ও কূটনৈতিক হিসেবে তিনি অনুভব করতে পেরেছিলেন যে, তাকে হত্যা করা হবে। বঙ্গবন্ধু একটা সময় সাংবাদিকদের বলেছিলেন যে, আমি বুঝতে পারছি একটা অদৃশ্য বুলেট আমাকে প্রতিমুহূর্তে তাড়া করছে।”

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির কৌশল মাথায় রেখেই হত্যাকাণ্ডের দিনক্ষণও ঠিক করে রেখেছিল বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে সখ্যতায় মিশে থাকা খুনী চক্র। 

সাংবাদিক আবেদ খান বলেন, “তার কৌশলটা ছিল অত্যন্ত নিকৃষ্ট। তার নিজের লোককে বিভিন্ন সময়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে একাত্ম করে দেওয়া হয়েছে। ডালিম-নূর এরা কারা? এরাই তো এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। পরিবার বাছাই করে ১৯ জনকে হত্যা করেছে একই দিনে। এটা ইতিহাসের নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ড।”

ইতিহাসের দলিল প্রমাণ করেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ষড়যন্ত্র। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি