ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পাকিন্তানে হিন্দু নারী সিনেট সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৯, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ০৪:৪১, ৫ মার্চ ২০১৮

পাকিস্তানে প্রথমবারের মতো কৃষ্ণা কুমারী নামের এক হিন্দু নারী দেশটির উচ্চকক্ষ সিনেটে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। জানা গেছে কুমারী একজন মানবাধিকার কর্মী হিসেবে দীর্ঘদিন দেশটিতে কাজ করছেন। নাগরপারকাররের ধানা গামের নিকটবর্তী গ্রামে তিনি মানবাধিকার নিয়ে কাজ করতেন।

কুষ্ণ কুমারী সিন্ধু প্রদেশের সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছেন। সিনেট সদস্য নিবাচিত হওয়ার পরই কুমারী এসোসিয়েট প্রেসকে বলেন, আমার জন্য এটি পরম সৌভাগ্যের বিষয়। আমি নির্যাতিত মানুষের জন্য কাজ করে যাবো। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও তাঁদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করার পরিকল্পনা আছে আমার।

২০০৬ সালে রতন্ ভাগত চাওলা জকোবাদ থেকে প্রথম হিন্দু নারী হিসেবে নির্বাচিতি হয়েছেন। জানা যায়, কৃষ্ণ কুমারী ছোট বেলায় তাঁর বাবা-মায়ের সঙ্গে একটি জেলে তিন
বছর কারাদণ্ড ভোগ করেছেন। একেবারে দরিদ্র পরিবার থেকে ওঠে আসা কৃষ্ণকুমারী বলেন, কেবল ভাই ও বাবার অনুপ্রেরণা ও সাহসে আজ এতদূর আসতে পেরেছি।

সূত্র: দ্য ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি