ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন মরনে মরকেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৩০ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:০১, ৩০ মার্চ ২০২৩

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার মরনে মরকেল। এর পাশাপাশি অ্যান্ড্রু পুটিককে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর পরামর্শক হিসেবে থাকবেন মিকি আর্থার।

বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আসন্ন আইপিএল শেষে পাকিস্তান দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। এবারের আইপিএলে লাখনৌ সুপার জায়ান্টের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মরকেল। 

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার কোচিং স্টাফের সাথে ছিলেন এই প্রোটিয়া পেসার। এ ছাড়া এসএ২০-র ডারবান সুপার জায়ান্টদের বোলিং কোচও ছিলেন তিনি। নিউজিল্যান্ডের নারী দলের বোলিং কোচের দায়িত্বেও দেখা গেছে মরকেলকে।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি