ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তান নিয়ে তাসলিমার কড়া মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজের ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

বুধবার নিজের টুইটারে তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করেছে। অবিলম্বে এই আর্থিক সাহায্য বন্ধ হওয়া দরকার।

তসলিমা লিখেছেন, পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার সময় হয়েছে যুক্তরাষ্ট্রের।

একইসঙ্গে পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে আখ্যায়িত করেছেন লেখিকা।

তসলিমার মতে, বিশ্বে সন্ত্রাসের পিছনে অন্যতম বড় অবদান রয়েছে পাকিস্তানের। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং সন্ত্রাসের সঙ্গে পাক যোগ দেখা গিয়েছে বহুবার।

নিজের ওই টুইটে জঙ্গি উৎপাদনের কারখানা বলেও কটাক্ষ করা হয়েছে পাকিস্তানকে।

উল্লেখ্য, বাংলাদেশের এই নির্বাসিত লেখিকা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি দিল্লিতে বিশেষ নিরাপত্তায় বসবাস করছেন।

এসএ/

  


** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি