ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তান ম্যাচ নিয়ে যা ভাবছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আগের ম্যাচের স্মৃতি এবং বিতর্ককে পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে চায় বাংলাদেশ। টাইগার পেসার তাসকিন বলেছেন, পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে এবারের আসরটি স্মরণীয় করে রাখতে চায় তার দল।

রোববার অ্যাডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 

এ ম্যাচ সামনে রেখে শুক্রবার রোলটন ওভাল মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে তাসকিন বলেন, ‘আমাদের লক্ষ্য-সেরাটা দেয়া এবং শেষ ম্যাচে জেতা। অতীতে যা ঘটেছে তা নিয়ে ভাবতে চাই না এবং আসলে আমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না।’

গাণিতিকভাবে এখনও সেমিফাইনালের দৌড়ে টিকে আছে বাংলাদেশ। কিন্তু তা নির্ভর করছে যদি-কিন্তর উপর। প্রথমে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে এবং এরপর ভারত বা দক্ষিণ আফ্রিকাকে যথাক্রমে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে। তবেই সেমিতে ওঠার আশা আছে টাইগারদের।

তাসকিন বলেন, ‘সেমিফাইনালে উঠতে হলে অনেক হিসাব-নিকাশ করতে হবে। এটা নিয়ন্ত্রণের বাইরে। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো-পরের ম্যাচে ভালো খেলা এবং এটাই আমাদের লক্ষ্য। আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে চাই।’

আগের ম্যাচে ভারতকে হারালে কোন হিসাব-নিকাশের করার প্রয়োজন হতো না বাংলাদেশের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে পাঁচ রানে হেরেছে টাইগাররা। ম্যাচটি কিছু বিতর্ক তৈরি করেছে। বৃষ্টির পর মাঠটি সম্পূর্ণ শুকানোর পর পুনরায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তা আর হয়নি, আম্পায়ারদের সিদ্ধান্তে মাঠে নামতে হয় টাইগারদের।

পরে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ করেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে, বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার ঠিক আগে অফ সাইডে অর্শদ্বীপ সিংয়ের কাছ থেকে পয়েন্টে দাঁড়িয়ে বল ছুঁড়ে মারার ভঙ্গি করেন বিরাট কোহলি।

সোহান জানান, ফেক অ্যাকশনের জন্য ভারতকে পেনাল্টি হিসেবে পাঁচ রান দিতে আম্পায়ারের সাথে আলোচনা করেছিলেন। 

এ বিষয়ে তাসকিন জানান, অতীত হওয়া ওই দুটি ঘটনা নিয়ে মোটেও ভাবছেন না তারা। ওইসব বিষয়গুলোকে পেছনে ফেলে পরবর্তী ম্যাচে ফোকাস করতে চান। 

টাইগার পেসার আরও বলেন, ‘আপনারা জানেন  এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি আম্পায়ারদের সিদ্ধান্ত।  তবে হ্যাঁ, কিছু বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ফেক থ্রো বা অন্য বিষয়। আসলে এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এসব নিয়ে ভাবার কোন মানে নেই। আর সবচেয়ে বড় কথা ম্যাচটা এখন অতীত। তাই আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই।’

তাসকিন বলেন, ‘আইসিসি ইভেন্ট হিসেবে অবশ্যই সবকিছু তাদের অধীনে। এটা তাদের উপর নির্ভর করে। যদিও বিষয়গুলো আমাদের পক্ষে গেলে  আমাদের জন্য ভালো হতো। কিন্তু যেহেতু এটি এখন আর ফিরিয়ে আনতে পারছি না, তাই  আমরা এসব নিয়ে ভাবছিও না। পরের ম্যাচে সেরাটা দেয়াই মূল লক্ষ্য।’

পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ  করেন তাসকিন। কিন্তু টি-টোয়েন্টি খেলাটা অনিশ্চিয়তার উপর নির্ভর করে।

তাসকিন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোন বিষয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। শুধু একটি জিনিস মোমেন্টাম পরিবর্তন করতে পারে। যদি আমাদের বোলাররা ভালো বোলিং করতে পারে এবং প্রতিপক্ষকে ১৬০ বা ১৫০ রানের মধ্যে আটকে রাখতে পারে।’

আমি মনে করি, ‘আমাদের জয়ের ভালো সুযোগ আছে।’ 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি