ঢাকা, মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪

পাকিস্তানকে হারাল নিগারের দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১ অক্টোবর ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানে জিতেছে বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে ৩৩ রানে হেরেছিল বাংলাদেশ দল। সেই একই ভেন্যুতে পাকিস্তানকে হারিয়েছে নিগার সুলতানার দল। 

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৪০ রান তুলে বাংলাদেশ। রান তাড়ায় ১৮ ওভার ৪ বলে ১১৭ রানে অলআউট হয় পাকিস্তানের মেয়েরা। 

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। 

দলের হয়ে সর্বোচ্চ ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন স্বর্ণা। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মূলপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে তারা। এরমাঝেই নাচ আর গানে ভিন্ন এক খেলায় মেতে উঠেছেন নিগার সুলতানার দল। 

নবম আসরে অংশ নিতে ২৬ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিযোগিতাটি চলবে ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। 

৩ অক্টোবর শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি