ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘদিন পরে ফিরেছে পাকিস্তানে। গোটা দেশে বইছিল আনন্দের বন্যা। এমন অবস্থায় আসরে প্রথম ম্যাচেই ধাক্কা খেলো স্বাগতিকরা। তাদের চমকে দিয়ে নিউজিল্যান্ড তুলে নিল ৬০ রানের বড় জয়! স্বাগতিকদের সহজে হারিয়ে শুভ সূচনা হলো কিউইদের।

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ৩২০ রান করে বড় লক্ষ দেয় নিউজিল্যান্ড। আর ৩২০ রানের বড় স্কোরের নিচে চাপা পড়ে পাকিস্তান আর বের হতে পারেনি। বাবর আজম আর খুশদিল শাহের হাফ সেঞ্চুরি সত্ত্বেও থেমে যেতে হলো ৪৭.২ ওভারে ২৬০ রানে। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড।

জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রান তোলার জন্য সংগ্রাম করতে হয় পাকিস্তানি ব্যাটারদের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলতে সক্ষম হয় মাত্র ২২ রান। এ সময় রান তোলার তাড়ায় আউট হতে হয় সউদ শাকিল (৬) এবং মোহাম্মদ রিজওয়ানকে (৩)।

ইনজুরির কারণে ফাখর জামান খেলতে পারবেন না, এমনটাই ধরে নিয়েছিলো অনেকে। বিশেষ করে তিনি যখন ফিল্ডিংই করতে নামতে পারেননি। তবে তাকে চার নম্বরে নামানো হয়। ফাখর জামান এবং বাবর আজম মিলে চেষ্টা করেন একটা ভালো জুটি গড়তে। তবে তাদের ৪৭ রানের জুটি পাকিস্তানকে খুব একটা আশার আলো দেখাতে পারেনি।

৪১ বলে ২৪ রান করে আউট হয়ে যান ফাখর জামান। এরপর বাবর আজম আর সালমান আলি আগা মিলে গড়ে তোলেন ৫৪ রানের মাঝারিমানের একটি জুটি। ২৮ বলে ৪২ রান করে আউট হন সালমান আলি আগা। ৯০ বল খেলে ৬৪ রান করেন বাবর আজম। মিচেল সান্তনারের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন বাবর।

তৈয়ব তাহির ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেননি। ১ রান করে আউট হয়ে যান। খুশদিল শাহ ৪৯ সর্বোচ্চ ৬৯ রান করেন। শাহিন শাহ আফ্রিদি করেন ১৪ রান। নাসিম শাহ’র ব্যাট থেকে আসে ১৩ রান। ১৯ রান করেন হারিস রউফ।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন উইল ও’ররকি, মিচেল সান্তনার। ২ উইকেট নেন ম্যাট হেনরি। ১টি করে উইকেট নেন মিচেল ব্রেসওয়েল, নাথান স্মিথ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান করে নিউজিল্যান্ড। ১১৮ রানে অপরাজিত থাকেন টম ল্যাথাম। ১০৭ রান করেন উইল ইয়ং, ৬১ রান করেন গ্লেন ফিলিপস। টম ল্যাথাম জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি